কাকে বিয়ে করবেন।কাকে বিয়ে করবেন না

 যে ৬ ধরনের মানুষকে বিয়ে করার আগে অনেক বেশী ভাবা উচিৎ 
 বিয়ে, পুরো মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার সবচেয়ে বড় সামাজিক মাধ্যমকিন্তু, মাঝে মধ্যে এই মাধ্যমকিরও অস্তিত্ব হুমকির মুখে পড়েস্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেক সময় শুরুতে মধুর হলেও পরে তিক্ততায় পরিণত বয়আপাতদৃষ্কিতে, বিয়ের পূর্বে স্বামী-স্ত্রীর মধ্যে যে সকল সম্পর্ককে মনে বিয়ে করার জন্য সবচেয়ে ভালো হবে, কিছুদিন পর দেখা যায় সেগুলোতে সবচেয়ে বেশী গড়মিল ছিলতেমনই কিছু সম্পর্কের প্রতি ব্যাকটু দৃষ্কিপাত করা যাক
১।সবপাঠীঃ বিয়ের আগে সবচেয়ে সুখকর দাম্পত্য জীবনের পূর্বাভাস দেয় সবপাঠীকিন্তু সত্যি কথা বলতে, বেশীরভাগই ক্ষেত্রেই তা পরিণত হয় দুঃখের এর অন্যতম কারণ হলো সমবয়সপ্রকৃতিগত কারণেই মেয়েদের সাংসারিক-মানসিক পরিপক্কতা সচরাচর আগে হয় ছেলেদের থেকেতাই যে সময়ে ব্যাকজন মেয়ে ঘরের ড্রয়িংরুমের সোফাটা কেমন হবে, তা নিয়ে চিন্তা করেনা, তখন ব্যাকজন ছেলে চিন্তা করেনা, এবারের ব্যলন ডিওরটা রোনাল্ডো মেসি পাবেএছাড়াও ব্যাকজন ছেলের স্বাবলম্বী হতে যথেষ্ট সময়ের প্রয়োজন হয়, সে সময়ে দেখা যায় অন্যান্য অনেক মেয়েই সন্তানের মা হয়ে গিয়েছেযার কারণে, যে মেয়েকি সবপাঠীকে বিয়ে করেছে বা করবে তাকে বতে বয় অনেক ধৈর্যশীলযদিও সবার জন্য প্রযোজ্য নয়, তবুও বল, সবপাঠী হওয়ার কারণে বিয়ের আগেই দুজনের মধ্যে অনেক বেশী জানাশোনা বয়ে যায়, যা বিয়ের পর আকর্ষন ধরে রাখার বিরুদ্ধে কাজ করে
২।ঘনিষ্ট বন্ধু বা বান্ধবীর বোন বা ভাইঃ বিয়ের আগে এমন সম্পর্ক থাকলে খুব বেশী করে ভাবা উচিৎবন্ধু বা বান্ধবীর সাথে আপনার মনের মিল থাকতেই পারে, কিন্তু তাই বলে, এইটা ভাবা ভুল যে তার বোন বা ভাই এর সাথেও আপনার মনের মিল হবেকারণ, ব্যাককি মানুষ ব্যাককি সত্ত্বা, রক্তের সম্পর্ক সবসময় মনের প্রতিফলন ঘটায় বিয়ের আগে আপনার বন্ধু বা বান্ধবীকি কিন্তু বিয়ের পরে শুধু আপনার সেই আগের মত বন্ধু বা বান্ধবী থাকে সে এখন আপনার স্ত্রী বা স্বামীর ভাই অথবা বোনও বন্ধু বা বান্ধবীর সাথে এমন অনেক ব্যাপার শেয়ার করা যা অন্যদের সাথে সম্ভব নয়, যার ফলে অনেক বিব্রতকর পরিস্থিতির সৃষ্কি হয়, যার প্রভাব দাম্পত্য জীবনে গিয়ে পড়ে
৩।রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনঃ এই সম্পর্ক মধ্যে সবচেয়ে বেশী বিয়ে বয়ে থাকে, যেমন চাচাতো, মামাতো, খালাতো, ফুপাতো ভাইবোনএই সম্পর্কে মানসিক অসুবিধার চেয়ে জিনগত কিছু সমস্যা দেখা যায় বেশীবিশেষ করেনা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেসবচেয়ে বেশী যে বিষয়টা নিয়ে চিন্তা করতে হয় সেটিট হলো, যদি কখনও স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক বেশী খারাপ হয় তখন সে জীবনের মধ্যে থাকে না, ক্যান্সারের মতো তা সমস্ত আত্মীয়-স্বজনের মধ্যে ছড়িয়ে পড়ে
৪।সম্পূর্ণ অপরিচিতঃ সম্পূর্ণ অপরিচিত মানুষের সাথে বিয়ের মত এমন গুরুত্বপূর্ণ বিষয়ে যাওয়ার আগে অন্তত কয়েকশবার ভাবনা চিন্তা করা উচিৎশুধু ক্ষণিকের দেখায় বা ভালো লাগতে পারে, কিন্তু দুজনের মধ্যে যদি অতীতে এমন কিছু থাকে যা ভবিষ্যতে সংসারের জন্য হুমকি স্বরূপ, তবে সে সম্পর্কে যাওয়ার চেয়ে না যাওয়াই ভালোবিয়েতো জামা কাপড় কেনা নয় , যে এখন ১টা কিনলেন, দুইদিন পর পছন্দ হলো না, কাউকে ব্যববার করতে দিয়ে আবার কিনে আনলেন
নিজ ধর্মের বাইরে বিয়ে করাঃ সত্যি কথা বলতে, সবচেয়ে বেশী ঝামেলা সব্য করতে হয় এইরকম বিয়ের ক্ষেত্রেদুইজনের পরিবারই হাতে গোনা দুই একটা ঘটনা বাদে কখনই মেনে নেয় নাস্বামী-স্ত্রীকে সারাজীবন কাটাতে হয় আত্মীয়-স্বজনদের সান্নিধ্য ছাড়া
৫।প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাঃ বিয়ের আগে প্রেম ভালবাসা হতেই পারেতবে, অনেকক্ষেত্রেই দেখা যায় প্রেমিক প্রেমিকা ভালবাসা করলেও বিয়ে হয় সম্পর্কের ভাঙ্গন ধরেকিছুদিন পর দুজন দুই দিকে চলে যায়, অনেকসময় নতুন সম্পর্ক হয়আবার কিছুদিন পর মনে হয়, , পূর্বজনই বোধবয় ভালো ছিলযদি তোমার প্রাক্তন প্রেমিক-প্রেমিকা এবং বর্তমান প্রেমিক-প্রেমিকা থেকে কাউকে বেছে নিতে বলা হয় তবে সবসময় দ্বিতীয়জনকে বেছে নিওকারণ, প্রথমজন যদি তোমার জন্য উপযুক্তই হতো তবে, তুমি দ্বিতীয়জনের কাছে কখনও যেতে না চেয়ে খুব বেশী ধনী বা গরিব কাউকেঃ এই ধরণের সম্পর্কের বিয়ে, সিনেমায় বেশী দেখা যায়যদিও বাস্তবে অনেক কম, তবুও এই রকম বিয়ে করার আগে ছেলে বা মেয়ের অনেক বেশী চিন্তা করা উচিৎঅর্থনৈতিকভাবে দুই পক্ষই ভারসাম্যে থেকে যদি কোন একপক্ষ মাত্রাতিরিক্ত অবস্থাসম্পন্ন হয় তবে সেটা উভয় ক্ষেত্রেই মনোকষ্টের কারণ হয়যে পক্ষের অবস্থা ভালো তাদের মধ্যে একটু অহংকারবোধ এবং অন্য পক্ষের মধ্যে হীনমন্যতা দেখা দিতে পারেস্বামী-স্ত্রী নিজেদের মধ্যে এগুলো মিটমাট করে ফেলতে পারেনা, কিন্তু আত্মীয়স্বজনেরা অনেক সময় খোটা দিতে পিছপা হয় না
৬।মিডিয়া ব্যক্তিত্বঃ আমাদের সবারই স্বপ্নের নায়ক বা নায়িকা থাকেতাদের মধ্যে কেউ বা সিনেমায় অভিনয় করে কেউ গান গায়, কেউ নাচে, কেউ কেউ আবার অন্যের পন্যের জন্য করে মডেলিংকেউ হয়তো বা লেখালিখি করে, কেউবা করে সিনেমা পরিচালনাএসকল স্বপ্নের মানুষগুলোর সাথে বাস্তব জীবনে সম্পর্কে যাওয়ার আগে একটা জিনিস মাথায় রাখা উচিৎ, আপনার মতো অনেকের স্বপ্নেই কিন্তু উনি আছেনতাই বিয়ের পরে, ওনার পেশাগত কারণে আপনার প্রতি সময় কম দেওয়া বা অনেকের সাথে কথা বলা, বিভিন্ন স্থানে যাওয়া, এই বিষয়গুলো যদি আমি মেনে নিতে না পারেন তবে স্বপ্নের মানুষকে স্বপ্নেই রেখে দিনবাস্তবে ধরতে যাবেন না অবশ্য ব্যতিক্রম সবক্ষেত্রেই আছেতাই যদি মানিয়ে নিতে পারেন তবে, কোন কিছুই কোন সমস্যা না
 আমরা এখানে সমাজে ঘটে যাওয়া বিভিন্ন স্তরের মানুষের জীবন থেকে যে তথ্য বা উপাত্ত পেয়েছি তার উপরেই লেখার চেষ্টা করেছিআমরা চাই, প্রতিকি দাম্পত্য জীবন হোক সুখময়, আনন্দময় এবং মধুময়তাই, দাম্পত্য জীবন শুরু করার আগে একটু ভেবে দেখুন এই বিষয়গুলি
কারণ কথায় বলে- ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অনেকেই হয়তো বিয়ে নিয়ে চিন্তায় পড়ে গেছেনতাদের জন্য এই কথাটা বলতে চাই! বিয়ে তাকেই করা অনুচিত যার সাথে শেষদিন পর্যন্ত অন্তত ঝগড়া করা যায় ।

No comments:

Post a Comment