যেভাবে কালো ও লম্বা চুল পাবেন।চুলের চিকিৎসা

আপনার চুল কতটুকু লম্বা হবে তা অনেকটাই নির্ভর করে চুলের প্রতি আপনার যত্নের উপরকিন্তু এমন অনেকে আছে যাদের চুল যত্ন ছাড়াই দ্রুত বাড়ে আবার অনেকে আছে যারা নিজের চুলের যত্নে রাত-দিন পার করে দেয় তাও চুল বড় হয় না।চুল শুধু লম্বা হলেই হবে না,চুল হতে হবে ঘন এবং সিল্কিতাই চুল সুন্দর রেখে কিভাবে বৃদ্ধি ত্বরান্বিত করবেন তা জেনে নিন এখনি
যা করবেন- ৩ কি রসুনের কোয়া, ২ টুকরা পেয়াজ, ২ টুকরা আদা নিনব্লেন্ডারে ব্লেন্ড করে বা ছেঁচে এগুলো থেকে রস বের করে ছোট বোতলে রাখুনএবার এতে ১ চা চামচ জিরা গুড়া মেশানএরপর এতে ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ২ টেবিল চামচ গ্রিন টী মেশানবোতলের মুখ আটকিয়ে ভালো করেনা ঝেকে ৩ ঘন্টা রেখে দিনএরপর এই মিশ্রণ মাথার ত্বকে ও সমগ্র চুলে ভালো করে লাগান ও  মাথা নিচু করে ম্যাসাজ করবেনচুলে এই প্যাক লাগানোর পর অবশ্যই  মাথা নিচু করেনা ৪ মিনিট ম্যাসাজ করতে হবে ৩০ মিনিট পর চুলে শ্যাম্পু করে ফেলুনএই প্যাক দেয়ার পর চুলে অনেক গন্ধ হবে কিন্তু চুল দ্রুত বাড়াবে। এই প্যাকের কোন জুরি নেইসপ্তাবে ১/২ বার এই প্যাক ব্যববার করবেনএই প্যাক লাগানো বাদে যেদিন শ্যাম্পু করবেন তার অন্তত দুই ঘন্টা আগে চুলে রকেল তেল লাগিয়ে ম্যাসাজ করবেনএবার চলে আসি চুল প্রাকৃতিকভাবে কিভাবে কালো করবেন সে ব্যাপারেএর জন্য যা করতে পারেনান- চুলে প্রতিদিন হাল্কা সরিষার তেল ম্যাসাজ করবেনএরপর ক্যাপ পরে থাকুন১ ঘন্টা পর চুল ধুয়ে ফেলুনপ্রতিদিন তেল লাগাবেন মানে এই প্রতিদিন শ্যাম্পু করবেনএতে চুলের ক্ষতি হবেচুল ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলবেনএই প্রক্রিয়ায় চুল কালো করতে চাইলে যত পারবেন কম শ্যাম্পু করবেনঅথবা- ১ চা চামচ লেবুর রস, ১ টেবিল চামচ পানি, ১ টেবিল চামচ আমলকি পাউডার ও ১ চা চামচ মধু ভালো করে মিশিয়ে স্কাল্প ও সমগ্র চুলে ভালো করেনা লাগিয়ে নিনএরপর ২০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন৫ দিন পরপর এই প্যাক ব্যববার করবেনযেদিন এই প্যাক ব্যববার করবেন সেদিন চুলে শ্যাম্পু করবেন 

No comments:

Post a Comment