ওজন কমানোর ফল।কি খেলে ওজন কমে

শরীরের ওজন কমানোর জন্য কত মানুষ কত চেষ্টাই না করছেন! নিয়মিত শরীর চর্চা থেকে কিলোমিটার কিলোমিটার পর্যন্ত দৌড়াদৌড়ি করছেন তারপরও ওজন যেন কিছুতেই কমছে নাতবে কিছু ফল খেয়ে সহজেই এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।  নিচে ওজন কমাতে সহায়ক তেমনই কয়েকটি ফল হল :


ওজন কমানোর ফল আপেল : আপেলের পেকটিন ফাইবার পেট ভরানোর পাশাপাশি দেহে মেদের পরিমাণও কমাবেভারী খাবার খাওয়ার আগে আপেল খাওয়া তাই উপকারী

ওজন কমানোর ফল তরমুজ : তরমুজ কোষ্ঠকাঠিন্য দূর করেওজন ঝরাতে সাহায্য করেদিনে একটা তরমুজ খিদে কমিয়ে দেওয়ার সঙ্গে মেদ জমতেও দেবে না

ওজন কমানোর ফল লেবু : লেবুতে আছে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড যা স্থূলতার পরিমাণ কমায়

নারকেল : নারকেল যকৃতের বিপাক হার বাড়িয়ে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করেফলে প্রকারান্তরে নিয়ন্ত্রণে থাকে ওজন

ওজন কমানোর ফল বেদানা : বেদানা দেহে লো ডেনসিটি লাইপোপ্রোটিনের হার কমায়খিদের হার কমায়

ওজন কমানোর ফল পেঁপে : পেঁপে রক্তে শর্করার পরিমাণ কমিয়ে দেয়রক্তে শর্করা ওবেসিটির লক্ষণ


ওজন কমানোর ফল কমলালেবু : কমলালেবুতে প্রচুর পরিমাণে পানি, ভিটামিন ও ফাইবার থাকেকোষ্ঠকাঠিন্য দূর করেফলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে। 

No comments:

Post a Comment