পুরো ফেব্রুয়ারি ২০১৬ মাসে রবি তার সকল প্রিপেইড গ্রাহকের জন্যে তিনটি বিশেষ বান্ডল অফার দিচ্ছে রবি ভ্যালেনটাইন্স দিবস অফার
ক্যাম্পেইনের বিবরণ:
ভ্যালেনটাইন্স
দিবস অফার:সাধারণ শর্তাদি:
অফারটি সকল রবি প্রিপেইড ম্যাস গ্রাহকের জন্যে প্রযোজ্য।
মূল্যগুলো ৩% এসডি ও ১৫% ভ্যাটসহ প্রযোজ্য হবে।
গ্রাহক যতবার খুশি এই বান্ডলগুলো কিনতে পারবেন।
একই বান্ডল একই দিনে একাধিকবার কিনলে রবি রেডিও কেবল একবারই চালু হবে।
একই দিনে বিভিন্ন বান্ডল কিনলে রবি রেডিও মিনিট বান্ডল প্ল্যান অনুযায়ী হবে।
বোনাস এফবি ইন্টারনেট কেবল ফেসবুক ও ফেসবুক মেসেঞ্জারের জন্যে প্রযোজ্য। ইন্টারনেটের অন্যান্য ব্যবহারের জন্যে ব্যবহার অনুযায়ী চার্জ্ প্রযোজ্য হবে।
অননেট বান্ডল মিনিট ও ব্যবহার চেক করতে *২২২*২# ডায়াল করুন।
এসএমএস ব্যালান্স চেক করতে *২২২*১২# ডায়াল করুন।
ইন্টারনেট বোনাস চেক করতে *৮৪৪৪*৮৮# ডায়াল করুন।
No comments:
Post a Comment